About

আনারস ভাত

উপকরণঃ
  1. আনারস – ১টি (টাটকা পাওয়া না গেলে টিনের আনারস হলেও চলবে)
  2. আনারস কুচনো – ১ কাপ
  3. গাজর – ৬টি মিহি করে কুচোনো
  4. বাঁধাকপি -১/২ কাপ মিহি করে কুচোনো
  5. মটরশুঁটি – ১/২ কাপ
  6. লাল লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ
  7. ভাত – ২ কাপ 
  8. সাদা তেল – ২ বড় চামচ
  9. পেঁয়াজকলি সবুজ অংশ কুচনো – ১ বড় চামচ     
প্রণালীঃ

  1. তেল গরম হলে গাজর, মটর, বাঁধাকপি, পেঁয়াজকলি দিয়ে ২/৪ মিনিট নাড়াচাড়া করুন।
  2. ভাত এবং কুচোনো আনারস দিয়ে নুন লঙ্কা গুঁড়ো দিন।
  3. ভাল করে মিশিয়ে নিন।
  4. আনারস ভাত তৈরি। 
  ভাত

0 comments:

Post a Comment