About

জাফরানি শরবত



উপকরণঃ
  • দুধ আধা কেজি,
  • জাফরান আধা চা চামচ,
  • পেস্তা কুচি আধা টেবিল চামচ,
  • আমন্ড বাদাম কুচি আধা টেবিল চামচ,
  • চিনি ৪ টেবিল চামচ,
  • পেস্তা ও আমন্ড বাটা ১ টেবিল চামচ,
  • কিশমিশ আধা টেবিল চামচ,
  • এলাচ গুঁড়া সিকি চা চামচ,
  • গোলাপ পানি আধা চা চামচ।

প্রণালীঃ

  • দুধ, গোলাপ পানি, জাফরান ও চিনি একসঙ্গে চুলায় দিতে হবে, ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বাকি উপকরণ মিলিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

0 comments:

Post a Comment