About

হায়দরাবাদি চিকেন বিরিয়ানি


উপকরণ-১ : বাসমতী চাল ২৫০ গ্রাম, কাঁচামরিচ ২টি, পুদিনা পাতা কুচি আধা কাপ, ছোট এলাচ ৪টি, শাহি জিরা আধা চা চামচ, লবণ আন্দাজমতো, সিরকা ১ টেবিল চামচ। চাল ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ১ লিটার পানিতে সবকিছু দিয়ে বলক উঠলে চাল দিয়ে আধাসেদ্ধ করে নিতে হবে।
উপকরণ-২ : মুরগি বড় ১টি (পিস করা), কাঁচামরিচ বাটা ১ চা চামচ, ধনেপাতা বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনে ভাজা গুঁড়া ১ চা চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল আধা কাপ।
উপকরণ-৩ : বাগার পেঁয়াজ কুচি ১ কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, তেল আধা কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, এলাচ ছেঁচা ২টি, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ। প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে একে একে সব দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবে। জাফরান আধা কাপ দুধে গুলে নিতে হবে। ঘি আধা কাপ।

Grila barbecue biriyani

উপকরণ : পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, গরুর মাংস ১ কেজি, টক দই ১ কাপ, পেঁপের রস আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, মেলানো মসলা ১ টেবিল চামচ, শুকনা মরিচ বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা আধা টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা ১ চা চামচ, এলাচ ৪টি, তেল ১ কাপ, দারুচিনি ৪ টুকরা, জাফরান সামান্য (দুধে ভেজানো), মাওয়া ২ টেবিল চামচ, লবন স্বাদ অনুসারে।
প্রণালী : মাংস পাতলা করে কেটে পানি কষিয়ে শুকনা করে মুছে নিতে হবে। এবার মাংসের সঙ্গে টক দই, পেঁপের রস, আদা বাটা, তেল, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মেলানো মসলা, শুকনা মরিচ বাটা, জিরা বাটা, পোস্ত বাটা, এলাচ ২টি, দারুচিনি টুকরা ও লবণ একসঙ্গে মেখে ২-৩ ঘন্টা রাখতে হবে। এবার শিকে গেঁথে গ্রিল করে নিতে হবে। ১ লিটার পানিতে গ্রিল করার পর যে মসলা রয়ে যাবে, ওই মসলা পানির সঙ্গে দিয়ে বলক উঠলে তার মধ্যে শাহি জিরা, বাকি এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে পোলাও রান্না করে নিতে হবে। এবার প্রতি স্তরে পোলাও তার ওপর গ্রিল মাংস, পেঁয়াজ বেরেস্তা, মাওয়া আবার পোলাও দিতে হবে। এবার ওপরে ২ টেবিল চামচ ঘি ও জাফরান দিয়ে হাঁড়ির মুখ ঢেকে ২০ মিনিট চুলায় তাওয়া দিয়ে তার ওপর হাঁড়ি দিয়ে রাখতে হবে। আচারের সঙ্গে এই বিরিয়ানি খুব মজাদার।

White pilau

উপকরণ:
পোলাওর চাল ৪ কাপ, লবণ ১ টেবিল চামচ, ঘি ১/২ কাপ, পানি ফুটানো ৭কাপ, দারচিনি ২ সেমি ৪ টুকরা, কেরড়া ২ টেবিল চামচ, এলাচ ৪টি, পেঁয়াজ, বেরেস্তা ২ টেবিল চামচ, আদা, বাটা ২ চা চামচ, কিসমিস ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী:
১। চাল ধুয়ে পানি ঝরান।
২। হাঁড়িতে ঘি দিয়ে গরম মসলা দিন। চুলায় চাপিয়ে নেড়ে অল্প পানিতে আদা গুলে দিন। নেড়ে গরম পানি ও লবণ দিয়ে ঢাকুন।
৩। পানি ফুটে উঠার সাথে সাথে চাল দিয়ে নাড়তে থাকুন। কয়েকবার ফুটে উঠলে কেওড়া দিয়ে ঢেকেদিন। সাত-আট মিনিট পরে চুলার আঁচ কমিয়ে দিন। লক্ষ্য রাখবেন যেন পোড়া গন্ধ বের না হয়। পোড়া গন্ধ মনে হলে চুলার উপর হাঁড়ির নিচে তাওয়া বা ভারি কিছু বসিয়ে দিবেন। ঢাকনা দেয়ার পর থেকে ২০-২২ মিনিট পর পোলাও চুলা থেকে নামিযে রাখবেন। ঢাকনা দেওয়ার পর কোনোক্রমেই ঢাকনা খুলবেনা।
৪। ডিসে বেড়ে বেরেস্তা, কিসমিস, স্লাইস করা ডিম, ছোট ছোট কোফতা, টিনের মটরশুঁটি বা মিহি ঝুরি করা ভাজা আলু দিয়ে সাজাতে পার। পোলাও সাজাবার জন্য পেঁয়াজ বেরেস্তা খুব হালকা বাদামি রং করে ভাজবে, পেঁয়াজ সামান্য বাদামি হলে চুলা থেকে নামিয়ে নাড়বেন। তারপর ঘি থেকে ছেঁকে তুলে ছড়িয়ে রাখবেন।

Kacci biriyani

কাচ্চি বিরিয়ানি

যা লাগবেঃ খাসির মাংস- ২ কেজি,
আলু- ১/২ কেজি,
পোলাও চাল- ১ কেজি,
আলু বোখারা- ১০টি,
পিঁয়াজ কুচি- ২ কাপ,
আদা বাটা- দেড় টেবিল চামচ,
জিরা- ১ চা চামচ,
রসুন বাটা- ১ টেবিল চামচ,
টক দই- ১ কাপ,
মরিচ গুঁড়া- দেড় টেবিল চামচ,
কেওড়া- ১ টেবিল চামচ,
লবণ-প্রয়োজন মতো,
পোস্তা বাটা- ১ টেবিল চামচ,
ঘি- ১/২ কাপ,
তেল- ১ কাপ,
মাওয়া- ১/৪ কাপ,
কাঁচামরিচ- ১২/১৪টি,
গোলাপ পাপড়ি- ২ চা চামচ,
জয়ফল ও জয়ত্রী বাটা- ১/২ চা চামচ করে।
যেভাবে করবেনঃ
মাংসের সঙ্গে দই, বাটা মশলা, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করুন। আলু কেটে ভেজে ,পিঁয়াজ বেরেস্তা করে রাখুন। পোলাও অর্ধেক সিদ্ধ করার পর মাখানো মাংস রান্না করে নিন। অন্য একটি পাত্রে একটু ঘি মেখে পর্যায়ক্রমে পোলাও, বেরেস্তা, ভাজা আলু, রান্না মাংস ও সব মসলা দিয়ে ২/৩ স্তরে বিরিয়ানি সাজিয়ে রান্না করুন। বাটিতে ২ টেবিল চামচ ঘি দিয়ে এক টুকরা জ্বলন্ত কয়লা বাটিতে দিয়ে বিরিয়ানির উপরে বসিয়ে বিরিয়ানির পাত্রের ঢাকনা দিয়ে দিন। ১/২ কাপ ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে ঢাকনার মুখ ভালো করে বন্ধ করে ঢাকনার উপরে চাইলে এক হাঁড়ি গরম পানি রেখে দিন। এভাবে বিরিয়ানি দমে ১ ঘণ্টা রান্না করুন।

Nut biriyani

উপকরণ : ২টি ছোট বেগুন, বাসমতি চাল আধা কেজি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচানো এক কাপ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, ভেজিটেবল অয়েল ৪ টেবিল চামচ, কাজু বাদাম ও কিশমিশ ১ কাপে করে, ১টি লাল ক্যাপসিকাম (বিচি ফেলে টুকরো করা), ধনে গুঁড়া ও জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, টকদই আধা কাপ, সবজির স্টক দেড় কাপ, মাখন ২ টেবিল চামচ, লবণ, কালো গোলমরিচ গুঁড়া, ধনেপাতা, ডিম ২টি (সেদ্ধ করা)।
প্রণালী: বেগুন ধুয়ে টুকরো করে কেটে লবণ মাখিয়ে রাখুন। বাসমতি চাল ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। কুচানো পেঁয়াজ পাত্রে তেল দিয়ে বাদামি করে ভাজুন। কাজু বাদাম ও কিশমিশ ভাজুন। এবার টুকরো বেগুন এবং মরিচ তেলে দিয়ে ৪-৫ মিনিট ভাজুন। তারপর পেপার টাওয়েল দিয়ে চেপে আলগা তেল ঝরিয়ে ফেলুন। ১ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ বাটা দিন। সোনালি হয়ে এলে আগুনের আঁচ কমিয়ে দই দিন। কিছুক্ষণ রান্না করে এর সঙ্গে সবজির স্টক, ক্যাপসিকাম এবং বেগুন মেশান, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। অন্য একটা পাত্রে অল্প পানি দিয়ে বাসমতি চালগুলো হাফ সেদ্ধ করে নিন। সেদ্ধ চালের ওপরে একটা গর্তের মতো করে এর ভেতরে ভাজা পেঁয়াজ, বাদাম, কিশমিশ, সবজি এবং মাখন দিন। ভালো করে ফয়েল পেপারে মুড়িয়ে ওভেনে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করুন। বিরিয়ানি হয়ে এলে ডিম সেদ্ধ এবং ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন।

Kashmiri biriyani

উপকরণ: হাড়ছাড়া মাংসের টুকরা ৩ কাপ, চাল ৫ কাপ, মাঝারি সাইজের চিংড়ি মাছ ১ কাপ, গাজর টুকরা ১ কাপ, লবঙ্গ ৪টা, তেজপাতা ২টা, কেওড়া ২ টেঃ চামচ, গোলাপজল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টা, গরম পানি ৮ কাপ, কাজুবাদাম আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেস্তাবাদাম আধা কাপ, তেল বা বাটার অয়েল দেড় কাপ, আদাবাটা ১ টেঃ চামচ, রসুনবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, পেঁয়াজবাটা ১ টেঃ চামচ, টক দই ১ কাপ।
প্রণালী: মাংসের টুকরা, ১ চা চামচ আদাবাটা, আধা চা চামচ রসুনবাটা, সিকি কাপ টক দই ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা বাদ দিয়ে ২ টেঃ চামচ টমেটোর সসসহ অল্প পানিতে সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। সব সবজি লবণ দিয়ে আদা সেদ্ধ করতে হবে। চাল ধুয়ে পানি ঝরাতে হবে। ৪ টেঃ চামচ বাটার অয়েল গরম করে কিসমিস ও কাজুবাদাম ভেজে নিতে হবে। আলু ভেজে নিতে হবে। বাকি বাটার অয়েল গরম করে পেঁয়াজ ভেজে কিছুটা উঠিয়ে রেখে সব বাটা মসলা কষিয়ে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে চাল দিয়ে ভাজতে হবে। এ সময় গরম মসলা ও তেজপাতা দিতে হবে। দুধ দিয়ে চার-পাঁচ মিনিট ভেজে পানি দিতে হবে। এরপর লবণ ও আলু দিতে হবে। পানি কমে এলে দই, চিনি, স্বাদ লবণ দিয়ে মটরশুঁটি ও বাকি উপকরণ দিয়ে ২৫-৩০ মিনিট দমে দিতে হবে। সার্ভিং ডিশে ঢেলে পেঁয়াজ, কিসমিস, কাজুবাদাম, পেস্তাবাদাম দিয়ে পরিবেশন করতে হবে।

Naranaji pilau

উপকরণ
  1. চিনিগুঁড়া চাল : ১ কেজি
  2. পিঁয়াজ কুচি : ২০০ গ্রাম
  3. আদা ও রসুনের পেস্ট : ৫০ গ্রাম
  4. দুধ : ২৫০ গ্রাম
  5. চিনি : ৫০ গ্রাম
  6. লবণ : প্রয়োজন মতো
  7. গরম মসলা : ২০ গ্রাম
  8. মরিচের গুঁড়া : ১০০ গ্রাম
  9. আম : ১ কেজি
  10. কিশমিশ : ১০০ গ্রাম
  11. কমলার রস : ১ লিটার
  12. জাফরান : ১ গ্রাম
  13. ঘি : ২৫০ গ্রাম
  14. ভাজা পিঁয়াজ : ১০০ গ্রাম
প্রস্তুত প্রণালি
  1. প্রথমে চাল ভালো করে ধুয়ে পানি নিংড়ে নিতে হবে।
  2. এরপর একটি গরম পাত্রে ঘি ঢেলে দিন।
  3. এবার এতে গরম মসলা ও পিঁয়াজ কুচি মিশিয়ে দিন।
  4. এরপর এতে চাল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  5. এবার এতে আদা এবং রসুনের পেস্ট মিশিয়ে নিন।
  6. একটি পাত্রে দুধ, কমলার রস, লবণ এবং চিনি মিশিয়ে নিন
  7. এবং ভালো করে সিদ্ধ করুন।
  8. দুধ সিদ্ধ করা হয়ে গেলে রাইসের সঙ্গে মিশিয়ে দিন।
  9. এবার এতে আম, কিশমিশ, মরিচের গুঁড়া এবং জাফরান দিন।
  10. এরপর ভালো করে ঢেকে রাইস সিদ্ধ করে নিন।
  11. রান্না হয়ে গেলে একটি ডিশের মধ্যে রাইস ঢেলে নিন।
  12. ভাজা পিঁয়াজগুলো রাইসের ওপর ছড়িয়ে দিন এবং পরিবেশন করুন।

The Pilau

উপকরণঃ সেদ্ধ মুরগির মাংস (হাড় ছাড়া) ১ কাপ, আধা সেদ্ধ ভাত (পোলাওর চালের) ৪ কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গাজর কুচি ২ টেবিল চামচ, ফুলকপি কুচি ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, ১টি ডিমের অমলেট কুচি, ঘি বা তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালীঃ ফ্রাই প্যানে ঘি বা তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন ও আদা কুচি দিয়ে ভাজুন। মুরগির মাংস দিয়ে সয়াসস, গাজর কুচি ও ফুলকপি দিয়ে নাড়াচাড়া করুন। অর্ধসেদ্ধ ভাত দিয়ে তাতে লবণ দিন। ডিমের অমলেট কুচি দিয়ে সালাদের সঙ্গে পরিবেশন।

Hodgepodge of fried ilisa

উপকরণঃ মুগডাল ১ কাপ, চাল ২ কাপ, আদা কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরো, এলাচ ২-৩টি, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো।
প্রণালীঃ চাল ও ডাল ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিন। সস্‌প্যানে তেল দিয়ে তাতে আদা ২ টেবিল চামচ, পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে ভেজে নিন এবং চাল-ডাল দিন। কিছুক্ষণ ভুনে ৬ কাপ গরম পানি দিয়ে তাতে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর নেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন।
ভাজা ইলিশঃ ২ টুকরা ইলিশ মাছে হলুদ গুঁড়ো ও লবণ মেখে তেলে দুই পিঠ ভেজে কাটা পেঁয়াজ ছড়িয়ে দিন। খিচুড়ির সঙ্গে পরিবেশন।

Shrimp fish biriyani

উপকরণ
  1. মাঝারি মাপের চিংড়ি ৭০০ গ্রাম,
  2. পোলাওর চাল ৫০০ গ্রাম,
  3. পেঁয়াজ, রসুন,
  4. আদাবাটা ৩ টেবিল চামচ,
  5. সরিষার তেল পরিমাণমতো,
  6. হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ,
  7. লেবুর রস ২ টেবিল চামচ,
  8. কাঁচামরিচ বাটা ৩ টেবিল চামচ,
  9. লবণ পরিমাণমতো,
  10. ঘি পরিমাণমতো,
  11. বেরেস্তা পরিমাণমতো।
প্রণালী
  1. চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া মাখিয়ে নিন।
  2. কড়াইতে তেল দিয়ে তাতে হালকা বাদামি করে মাছগুলো ভেজে তুলে নিন। ও
  3. ই একই তেলে পেঁয়াজগুলো লালচে করে ভাজুন।
  4. তারপর আদা, রসুন ও পেঁয়াজবাটা, মরিচবাটা, লবণ ও সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন।
  5. ঝোল ঘন হলে তাতে মাছ মসলা দিয়ে রান্না করে নামিয়ে লেবুর রস দিন।
  6. তারপর পোরাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  7. অল্প পানিতে পোলাওর চাল সেদ্ধ করে ঝরঝরে ভাতের মতো করুন।
  8. এবার অন্য একটা হাঁড়িতে কিছু পোলাও দিয়ে তার ওপর ঘি ছাড়িয়ে দিন যাতে সবটা পোলাও এর মধ্যে লাগে।
  9. এখন তার উপর মসলাসহ চিংড়ি মাছটা সমানভাবে সাজিয়ে দিতে হবে।
  10. তার উপর বাকি পোলাও দিয়ে বেরেস্তা দিয়ে ঢেকে দিয়ে অল্প জ্বারে হাঁড়িতে বসিয়ে দিন।
  11. ৩-৪ মিনিট পর নামিয়ে ফেলুন।
  12. তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বিরিয়ানি।

The Nababi biriyani

উপকরণ
  1. পোলাওর চাল ১ কেজি,
  2. মাংস ১ কেজি,
  3. আদা, রসুনবাটা ৩ টেবিল চামচ,
  4. জিরে ১ চা চামচ,
  5. হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
  6. কাজু বাদাম পরিমাণমতো,
  7. কিসমিস পরিমাণমতো, তেজপাতা, জাফরান রং পরিমাণমতো,
  8. জায়ফল, জয়ত্রী বাটা ১ চামচ,
  9. ঘি পরিমাণমতো,
  10. সরষের তেল পরিমাণমতো,
  11. মাঝারি সাইজের চিংড়ি মাছ ২৫০ গ্রাম,
  12. আলু মাঝারি সাইজের ১০টি।
প্রণালী
  1. চাল ভালো করে ধুয়ে নিয়ে গরম পানিতে ছাড়ুন।
  2. ঝরঝরে হয়ে গেলে নামিয়ে পোলাও ঠান্ডা করতে দিন।
  3. মাংসের টুকরোগুলো বড় করে কেটে তার সাথে আদা, রসুনবাটা মাখিযে দুই ঘন্টা রাখুন।
  4. এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে মাঝখান থেকে কুরে নিয়ে ভেতরটা ফাঁক করে ফেলুন। এ
  5. কটি করে ভাজা চিংড়ি মাছ, কাজু, কিসমিস দিয়ে আলুর মুখটি টুথপিক দিয়ে বন্ধ করে দিন।
  6. আলু বাদামি করে বেজে রাখুন।
  7. ভিজিয়ে রাখা মাংসগুলো মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে রাখুন।
  8. এবার হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা, রসুনবাটা, তেজপাতা, জায়ফল, জয়ত্রী বাটা দিন।
  9. লবণ ও হলুদ দিয়ে কষতে দিন।
  10. পরিমাণমতো পানি দিবেন।
  11. শুকিয়ে এলে সরষে, জিরে, মরিচবাটা, গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন।
  12. মাংস শুকনো হয়ে গেলে নামিয়ে নিন।
  13. ঘি এর মধ্যে কিসমিস, কাজু, পেস্তা হালকা করে ভেজে রেখে দিন।
  14. তারপর হাঁড়ির মধ্যে ভারো করে ঘি মাখিয়ে দিন আবার ঠান্ডা করে রাখা পোলাও ছড়িয়ে দিন এইভাবে পোলাও, মাংস, আলু স্তরে স্তরে সাজান।
  15. সবার উপরের স্তরে পোলাও দিয়ে সমান করে দিন এবং বেরেস্তা উপরে ছড়িয়ে দিযে নামিয়ে ফেলুন।

Hodgepodge mix of vegetables

উপকরণঃ সেদ্ধ চাল ৪০০ গ্রাম, মসুর ডাল ১৫০ গ্রাম, আলু কিউব ৬টি, পটল কিউব ৬টি, মিষ্টিকুমড়া ছোট কিউব ১ ফালি, কাঁচা পেঁপে ১টি (ছোট) টুকরা করা, পুঁইশাক আধা কেজি, টমেটো ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৪টি, শুকনা মরিচ ভাজা ২টি, চিনি দেড় চা চামচ, লবণ ১ টেবিল চামচ, কাঁচা আম ১টি (কিউব করে কাটা), সয়াবিন তেল আধা কাপ, পানি (৮ থেকে ১০ কাপ)।
প্রণালীঃ তেল গরম হলে প্রথমে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে তার মধ্যে ২টা আস্ত শুকনা মরিচ দিয়ে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ভুনে নিয়ে তার মধ্যে চাল ও ডাল ধুয়ে দিতে হবে। এবার আলু, পটল দিয়ে পানি দিতে হবে। আধা সেদ্ধ হয়ে গেলে মিষ্টিকুমড়া, পুঁইশাক, টমেটো ও কাঁচা পেঁপে দিতে হবে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ ও কাঁচা আম দিয়ে দমে দিতে হবে। নামানোর আগে চিনি ও ভাজা জিরা গুঁড়া দিতে হবে।

The Castrated bhuna hodgepodge

উপকরণঃ খাসির মাংস আধা কেজি (ছোট টুকরা করে), পোলাওয়ের চাল এক কেজি, মুগডাল এক পোয়া, কাঁচা মরিচ ১০টা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, টক দই ১ কাপ, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪ টুকরা, ঘি আধা কাপ, তেল ১ কাপ, তেজপাতা ২টা, পেঁয়াজ কুচি ২ কাপ, গরম পানি ১০ কাপ (মেজারমেন্ট কাপের), লবণ ১ চা+দেড় টেবিল চামচ।
প্রণালীঃ মাংসের প্রিপারেশনঃ খাসির মাংস ভালো করে ধুয়ে টক দই দিয়ে আধা ঘণ্টা মাখিয়ে রাখতে হবে। এবার ১ চা চামচ আদা বাটা, আধা কাপ তেল, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
মাটন খিচুড়ির প্রিপারেশনঃ মুগডাল ঝেড়ে নিয়ে সামান্য ভেজে পোলাওয়ের চালের সঙ্গে ধুয়ে পানি ঝাড়িয়ে রাখতে হবে আধা ঘণ্টা। এবার চুলায় হাঁড়ি দিয়ে সেই হাঁড়িতে ঘি ও তেল দিয়ে গরম করে প্রথমে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ১ মিনিট ভেজে এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হলে চাল-ডাল দিতে হবে। চাল-ডাল অনেকক্ষণ ভাজতে হবে। এবার ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ধনে গুঁড়া দিয়ে আরও ৫ মিনিট ভুনে সেদ্ধ খাসির মাংস ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। চাল সেদ্ধ হলে হাঁড়ি তাওয়ার ওপর উঠিয়ে চুলা ঢিমা আঁচে দিয়ে তার ওপর কাঁচা মরিচ দিতে হবে সামান্য মুখ চিরে এবং ঝরঝরা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Chicken polao

উপকরণঃ চাল আধা কেজি, টক দই ১ কাপ, মুরগি দেশি ৩টা বা ফার্মের ২টা, এলাচ ও দারুচিনি ৫-৬ পিস করে, আদা বাটা দেড় টে· চামচ, গুঁড়া দুধ আধা কাপ, রসুন বাটা ১ টে· চামচ, আলু বোখারা ৬-৭ পিস, ১টি জায়ফলের অর্ধেক বাটা, চিকেন কিউব ২টা, জয়ত্রী বাটা ১ চা চামচ, বাটার অয়েল আধা কাপ, মাওয়া আধা কাপ, সয়াবিন তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, চিনি ২ টে· চামচ, কাঁচা মরিচ বাটা ২ টে· চামচ, পানি দেড় কেজি, কেওড়ার জল ৪ টে· চামচ, বেরেস্তা আধা কাপ, লবণ পরিমাণমতো।
প্রণালীঃ পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা, রসুন, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, ২ টে· চামচ কেওড়ার জল, লবণ, কাঁচা মরিচ বাটা ও টক দই দিয়ে কষাতে হবে। এরপর মুরগি দিয়ে কষাতে হবে। ২ টে· চামচ দুধ ও পানি দিয়ে মুরগিটা মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন মুরগি একদম সেদ্ধ হয়ে না যায়। এবার ওই মসলা থেকে মুরগি তুলে রাখতে হবে। এরপর ওই মসলার মধ্যে পোলাওয়ের পানি, বাকি দুধ, চিকেন কিউব, বাটার অয়েল, চিনি ও বেরেস্তা দিয়ে ফুটিয়ে ভেজানো চাল দিতে হবে। চিকেন কিউব দেওয়ার জন্য লবণ পরে দিতে হবে। পানি সমান হলে লবণ দেখে মুরগিগুলো মিশিয়ে দিয়ে ওপরে কেওড়ার জল ছিটাতে হবে। তাওয়ার ওপর দমে রাখতে হবে ২০ মিনিট। নামিয়ে ১০ মিনিট পর পরিবেশন করুন। উল্লেখ্য, রান্নার আগে পোলাওয়ের চাল ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

The Castrated meat biriyani korma

উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা ১ টে· চামচ, কেওড়ার জল ৪ টে· চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল (মাংসের জন্য) আধা কাপ, গুঁড়া দুধ ২ টে· চামচ, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, শাহি জিরা ও বড় এলাচ-সব অল্প করে নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিতে হবে ২ টে· চামচ, চিনি ২ টে· চামচ, জাফরান আধা চা চামচ, বাটার অয়েল অথবা ঘি পৌনে এক কাপ বিরিয়ানির লেয়ারে দেওয়ার জন্য।
প্রণালীঃ বটি করা মাংস, দই, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দুধ, কেওড়ার জল ২ টে· চামচ ও গুঁড়া মসলার অর্ধেক দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার একটি পাত্রে তেল দিয়ে বেরেস্তা করে অর্ধেক তুলে রাখতে হবে। বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে মাখানো মাংস দিয়ে কোর্মার মতো রান্না করতে হবে। মাখা মাখা ঝোল রাখতে হবে।
আরও একটি পাত্রে চালের চার গুণ গরম পানি করে কাঁচা মরিচ ৫টা, এলাচ ৪টা, দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা, পুদিনাপাতা, ধনেপাতা, সিরকা ও লবণ দিয়ে ফুটাতে হবে। বাসমতি চাল ২০ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। গরম পানিতে চাল দিয়ে ফুটাতে হবে। অল্প শক্ত থাকতে ভাত ঝরাতে হবে।
যে হাঁড়িতে দম হবে সেই পাত্রে প্রথমে অল্প ঘি দিয়ে পাত্র গরম করে তিন ভাগের এক ভাগ ভাত দিতে হবে। এর ওপরে অর্ধেক মাংস বিছাতে হবে। মাংসের ওপর বেরেস্তা চিনি দিয়ে ভেঙে দিতে হবে। জাফরান, দুধ ও কেওড়ার জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এবার ওপরে ফুটানো ভাত দিতে হবে। এভাবে দুটি অথবা তিনটি স্তর করে চাল ও মাংস সাজাতে হবে। সবার ওপরে চাল দিয়ে বাকি বাটার অয়েল ছিটিয়ে দিতে হবে। এরপর জাফরান ও কেওড়ার জল ছিটাতে হবে। সব শেষে ৫-৬টি আলু বোখারা মাঝে মাঝে দিয়ে দমে বসাতে হবে ১৫ মিনিট। নামিয়ে ১০ মিনিট পর পরিবেশন করুন।

Sahi hodgepodge

উপকরণঃ
ক) চাল আধা কেজি, ডাল আধা কেজি, তেল ১ কাপ, আদা ১ টে· চামচ, রসুন ১ টে· চামচ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, আস্ত জিরা ১ চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টা, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ টে· চামচ, আলু ২-৩টা, ফুলকপি ১টা, গাজর ২টা, এলাচ ২-৩টা, দারুচিনি ২-৩টা, কাবাব মসলা ১ টে· চামচ, টেস্টিং সল্ট ১ টে· চামচ, পানি ২ কেজি।
খ) গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ আধা কাপ, আদা ১ টে· চামচ, রসুন ১ চা চামচ, জিরা ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, দারুচিনি ও এলাচ ৩ পিস করে, তেল আধা কাপ, টক দই আধা কাপ।
খ) গ্রুপের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে প্রেসারকুকারে দিয়ে ঝোলসহ সেদ্ধ করে নিতে হবে। প্রণালীঃ চাল ও ডাল ১০ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজতে হবে। সব মসলা দিয়ে কষাতে হবে। পানি ও লবণ দিতে হবে মাপমতো। এরপর চাল দিতে হবে। একটু পর মাংস দিতে হবে। পানি সমান হওয়ার একটু আগে সবজিগুলো দিয়ে দমে বসাতে হবে। ১৫ মিনিট পর ঠান্ডা হলে পরিবেশন করুন। উল্লেখ্য, সবজিগুলো অল্প তেল ও লবণ দিয়ে আগেই ভেজে রাখতে হবে।

Pineapple carry chewing tobacco

যা যা লাগবে : আনারস কুচি ১ কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, চিনি ১ কাপ, গোলাপ জল ১ চা চামচ, কেওড়া ১ চা চামচ, মাওয়া ২ টেবিল চামচ, জর্দার রঙ সামান্য, এলাচ ২টি।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
চাল সেদ্ধ করে ভাত রান্না করে ঠান্ডা করুন। কুচানো আনারস ঘিয়ে ভেজে নিন।
দ্বিতীয় পর্যায়
অন্য একটি পাত্রে ঘি দিয়ে ভাতগুলো ছাড়ুন। এরপর চিনি, ঘি, এলাচ, গোলাপ, কেওড়া ও জর্দার রঙ দিয়ে চুলায় বসান।
তৃতীয় পর্যায়
চিনি শুকিয়ে এলে পাত্রের নিচে তাওয়া দিয়ে আনারসগুলো ছাড়ুন এবং দমে রাখুন। ১৫/২০ মিনিট তাপ দেওয়া হলে উপরে মাওয়া পেস্তাবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Lobster pilau

উপকরণঃ
  1. পোলাওয়ের চাল ১ কেজি, 
  2. নারকেলের দুধ (গরম) ১৫০০ গ্রাম,
  3. বেরেস্তা পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ,
  4. লবণ পরিমাণমতো,
  5. গলদা চিংড়ি ৮টি,
  6. বিরিয়ানি মসলা ১ চা চামচ,
  7. তেল ২ টেবিল চামচ,
  8. টক দই ৪ টেবিল চামচ, 
  9. আদা বাটা ১ টেবিল চামচ, 
  10. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
  11. এলাচ ২টি, দারুচিনি ২টি,
  12.  লবঙ্গ ২টি।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
পোলাওয়ের চাল ভালোমতো ধুয়ে নিন। এরপর পরিষ্কার কাপড়ে রেখে বা পানি ঝরিয়ে নিন। গলদা চিংড়িগুলো ভালোমতো ধুয়ে একটি বাটিতে রাখুন।
দ্বিতীয় পর্যায়
চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও লবণ দিয়ে ভালোমতো গলদা চিংড়িসহ পোলাও এর চাল মেশান।
তৃতীয় পর্যায়
৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাখা মাখা হলে গরম অবস্থাতে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

Egg and Vegetable Rice

উপকরণ
  1. ডিম ২টা,
  2. সয়াসস ১ চা চামচ,
  3. ম্যাগি সস ১ চা চামচ,
  4. গাজর কাটা আধা কাপ,
  5. পোলাওর চাল ১ কাপ,
  6. মটরশুঁটি বা স্প্রিং অনিয়ন কুচি ২ টেবিল চামচ,
  7. আদা ও রসুন কুচি আধা চা চামচ,
  8. কাঁচামরিচ কুচি আধা চা চামচ,
  9. তেল ১ টেবিল চামচ,
  10. চিনি আধা চা চামচ,
  11. ক্যাপসিকাম কাটা অল্প পরিমাণ।
প্রস্তুত প্রণালী
  1. গরম পানিতে পোলাওর চাল ঢেলে দিন।
  2. বলক উঠলে ভাত যেন খুব শক্ত বা নরম না থাকে এমন সময়ে নামিয়ে ছেঁকে নিন।
  3. ডিম ফেটিয়ে ভেজে অমলেট করে কেটে রাখুন। গাজর ও মটরশুঁটি সামান্য পানিতে ভাপ দিয়ে দিন।
  4. আদা ও রসুন কুচি সবজি দিয়ে কিছুক্ষণ নেড়ে ভাত ঢেলে দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন।
  5. সব ধরনের উপাদান যেমন সয়াসস, ম্যাগি সস, চিনি, লবণ একসঙ্গে মিলিয়ে ভাজতে থাকুন।
  6. এরপর ভাজা ডিম দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Fantastic hotchpotch

উপকরণ
  1. চাল ২ কাপ,
  2. মসুর ডাল আধা কাপ,
  3. মুগ ডাল ভাজা আধা কাপ,
  4. আলুর টুকরা আধা কাপ,
  5. পেঁপের টুকরা আধা কাপ,
  6. ঝিঙার টুকরা ১টি,
  7. চিচিংগার টুকরা ২টি,
  8. বরবটি টুকরা অল্প,
  9. পিঁয়াজ কুচি ১ কাপ,
  10. আদা বাটা ২ চা চামচ,
  11. কাঁচামরিচ ১০টি,
  12. তেজপাতা ২টি,
  13. মরিচ গুঁড়া ১ চা চামচ,
  14. ধনে ও জিরা বাটা ২ চা চামচ,
  15. লবণ দেড় টেবিল চামচ,
  16. গরম পানি ৪ কাপ,
  17. এলাচ ২টি,
  18. দারুচিনি ২টি,
  19. তেল ৪ টেবিল চামচ,
  20. ঘি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী
  1. তেলে পিঁয়াজ হালকা লাল করে ভেজে এতে সব সবজি দিয়ে কিছুণ ভেজে নিন।
  2. একে একে চাল, ডাল এবং সব মসলা দিয়ে কিছুণ ভাজতে হবে।
  3. এবার পানি ও লবণ দিয়ে ঢাকতে হবে।
  4. ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে।
  5. চাল ও সবজি সিদ্ধ হলে ওপরে ঘি ছড়িয়ে নামাতে হবে।

The Meat hotchpotch

উপকরণ
  1. মাংস ৫০০ গ্রাম,
  2. চাল ২৫০ গ্রাম,
  3. ভাজা মুগডাল ১০০ গ্রাম,
  4. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
  5. রসুনবাটা ১ টেবিল চামচ,
  6. আদাবাটা ২ চা চামচ,
  7. টকদই ১০০ গ্রাম,
  8. টমেটো ২টি,
  9. আস্ত পেঁয়াজ ১০০ গ্রাম,
  10. গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ,
  11. ঘি ৪ টেবিল চামচ,
  12. সরষের তেল পরিমাণমতো,
  13. কাঁচামরিচ ৬/৮টি,
  14. লবণ ও চিনি পরিমাণমতো,
  15. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ,
  16. মরিচগুঁড়া ১ টেবিল চামচ,
  17. তেজপাতা ও শুকনো মরিচ ফোড়নের জন্য প্রয়োজনীয় পরিমাণ।
প্রণালী
  1. মাংস, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ও টকদই দিয়ে ১ ঘন্টা মেখে রাখুন।
  2. এবার কড়াইতে আধকাপ তেল দিন।
  3. মাংস মসলা দিয়ে কষে গরম পানি দিন।
  4. ঢাকানা দিয়ে রান্না করুন যতণ না সেদ্ধ হয়।
  5. বেশ ভাজা ভাজা হলে নামাবেন।
  6. এবার আর একটি কড়াইতে বাকি তেল ও ঘি গরম করে জিরা, তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে চাল ও ডাল বেশ করে ভাজুন।
  7. এরপর বাকি সব মসলা ও আলু দিন।
  8. যা পরিমাণ তার দ্বিগুণ পানি দেবেন।
  9. ঢাকনা দিয়ে রান্না করুন।
  10. পানি শুকিয়ে ঝুরঝুরে হলে রান্না মাংস কাঁচামরিচ দিয়ে নামান।
  11. গরম গরম পরিবেশন করুন।

Onion with fish hotchpotch

উপকরণ
  1. ডাল ও চাল ২৫০ গ্রাম,
  2. রুই বা কাতলা মাছের মুড়ো ৫/৬টি,
  3. হলুদ গুঁড়া ২ টেবিল চামচ,
  4. লবণ পরিমাণমতো,
  5. ঘি পরিমাণমতো,
  6. পেঁয়াজবাটা, মরিচবাটা, আদাবাটা ৩ টেবিল চামচ,
  7. তেজপাতা,
  8. চিনি পরিমাণমতো।
প্রণালী
  1. চাল ও ডাল ভালো করে ধুয়ে নেবেন।
  2. কাতলা বা রুই মাছের মুড়ো ফুলকা বাদ দিয়ে টুকরো করে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিযে ভেজে নেবেন।
  3. ১টি পাত্রে ঘি বা তেলে পেঁয়াজবাটা, মরিচবাটা, আদাবাটা, লবণ, চিনি, তেজপাতা, মুড়োগুলো সব দিয়ে ভেজে চাল ডার সেদ্ধ হয়ে এলে তাতে ওই মসলা মাখানো মুড়ো ইত্যাদি ছেড়ে দেবেণ।
  4. উপরে একটু বেশি করে ঘি আর গরম মসলা দেবেন।
  5. ঠিক এইভাবে ছোলার ডাল দিয়েও খিচুড়ি করা যায়। আবার ছোট ছোট চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ, হলুদ মাখিযে ভেজেও খিচুড়িতে দেয়া যায়।
  6. গরম গরম পরিবেশন করুন।

Badasahi hotchpotch

উপকরণ
  1. মুগডাল ১ কেজি,
  2. আতপ চাল ২৫০ গ্রাম,
  3. ঘি ২৫০ গ্রাম,
  4. বাদাম ১৫০ গ্রাম,
  5. কিসমিস ১৫০ গ্রাম,
  6. পেস্তা ১০০ গ্রাম,
  7. ধনেবাটা ৫০ গ্রাম,
  8. গোলমরিচ, দারুচিনি, বড় এলাচ, জিরা, তেজপাতা ২/৩টি,
  9. দই ২৫০ গ্রাম,
  10. শুকনো মরিচবাটা ২৫ গ্রাম,
  11. হলুদ গুঁড়া ২ চা চামচ,
  12. লবণ পরিমাণমতো।
প্রণালী
  1. অল্প ঘি গরম করে ছাড়ানো বাদাম, কিসমিস, পেস্তা তাতে দিয়ে ভেজে রাখুন।
  2. পানি গরম করে সব মসলা এক টুকরো কাপড়ে বেঁধে ডুবিয়ে রাখুন।
  3. পানি মসলার রং ধরলে নামিয়ে ফেলুন। কড়াইতে অল্প ঘি দিয়ে সেই কাপড়ে বাঁধা মসলাগুলো দিয়ে দিন।
  4. ভালো করে ভাজুন।
  5. ভাজা হয়ে গেলে আতপ চাল, ডাল ও বাকি সব দিয়ে নাড়তে থাকুন।
  6. মসলার পানিটা দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন। সেদ্ধ হয়ে গেলে ভাজা বাদাম, পেস্তা, কিসমিস ও এলাচ উপরে ছড়িয়ে দিন।
  7. দই ফেটিযে নিন।
  8. এই দই খিচুড়িতে ঢেলে নেড়ে দিন।

The Diet hotchpotch

উপকরণ
  1. বাসমতী চাল ৫০০ গ্রাম,
  2. ঘি ২ চা চামচ,
  3. পটল ৬টি (২ টুকরো করে কাটা),
  4. গাজর ১টি,
  5. পেঁপে ৬ টুকরো,
  6. জিরে গুঁড়া ১ চা চামচ,
  7. তেজপাতা ২টি,
  8. চিনি ২ চা চামচ,
  9. লবণ পরিমাণমতো,
  10. তেল পরিমাণমতো।
প্রণালী
  1. চুলোয় একটি হাঁড়িতে ঘি দিয়ে জিরা ও তেজপাতার ফোড়ন দিন।
  2. সবজি দিয়ে কষিয়ে দিন।
  3. ২ মিনিট পরে চাল, লবণ ও চিনি দিয়ে নাড়ুন।
  4. সমস্ত উপকরণ ৩ মিনিট পর ৬ কাপ পানি দিয়ে বসিয়ে দিন।
  5. ১০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

The Miscellaneous hotchpotch

উপকরণ
  1. চাল ২৫০ গ্রাম,
  2. পাঁচ রকমের ডাল ২৫০ গ্রাম,
  3. হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
  4. মরিচ গুঁড়া ১/২ চা চামচ,
  5. ঘি ৪ টেবিল চামচ,
  6. লবণ পরিমাণমতো,
  7. গরম মসলা পরিমাণমতো,
  8. গরম পানি ৭৫০ গ্রাম।
প্রনালী
  1. চাল ও ডাল ভালো করে একসাথে ধুয়ে নিয়ে ৭৫০ গ্রাম ফুটন্ত পানি দিয়ে চুলোয় একটি হাঁড়িতে খিচুড়ি বসাতে হবে।
  2. তারপর ঘি ছাড়া সব মসলা ও পরিমাণমতো লবণ, গরম মসলা দিয়ে ভালো করে নাড়তে থাকুন এবং ১৫ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন।
  3. ১৫ মিনিট পর ঢাকনা খুলে ঘি দেবেন।
  4. তৈরি হয়ে গেল পাঁচমিশালী খিচুড়ি। এ
  5. কটি সুন্দর ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

The Saboor Senior hotchpotch Khecure

উপকরণ 
  1. সাবু ১০০ গ্রাম,
  2. মুগডাল ৫০ গ্রাম,
  3. হলুদ ১ চা চামচ,
  4. আদাবাটা ১ টেবিল চামচ,
  5. কাঁচামরিচবাটা ২ চা চামচ,
  6. তেজপাতা ১টি,
  7. গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ,
  8. চিনি পরিমাণমতো,
  9. ঘি ১ টেবিল চামচ,
  10. জিরা পরিমাণমতো।
প্রণালী
  1. প্রথমে সাবু ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  2. তারপর চুলোতে একটি হাঁড়ি চাপিয়ে তাতে মুগডাল ভেজে তুলুন।
  3. তারপর কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা ও জিরার ফোড়ন দিয়ে সাবু এবং পরে ডাল দিন।
  4. গরম মসলা বাদে অন্যসব মসলা দিয়ে অল্প নাড়াচাড়া করুন। অল্প ভাজা হলে পানি দিয়ে আঁচ কমিয়ে দিন।
  5. ডাল ও সাবু সেদ্ধ হলে গরম মসলা দিয়ে নামিযে পরিবেশন করুন।

The Chicken biriyani

উপকরণ
  1. পোলাওর চাল ১ কেজি,
  2. হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি,
  3. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
  4. রসুনবাটা ১ টেবিল চামচ,
  5. আদাবাটা ৩ টেবিল চামচ,
  6. গরম মসলা,
  7. তেজপাতা ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো,
  8. জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ,
  9. টকদই ২০০ গ্রাম,
  10. লবণ পরিমাণমতো,
  11. ঘি বা তেল পরিমাণমতো,
  12. পেঁয়াজ কুচি বড় ৪টি।
প্রণালী
  1. প্রথমে একটি হাঁড়ি চুলায় বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন।
  2. তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।
  3. তারপর পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিন।
  4. অন্য একটি হাঁড়ি চুলোয় বসিযে ওতে তেল গরম করে নিন।
  5. তারপর তেজপাতা, গরম মসলা ছেড়ে দিন এবং পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন।
  6. পরিমাণমতো পানি দিয়ে পোলাও রান্না করা মাংসের উপর ছড়িয়ে দেবেন।
  7. এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন।
  8. তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।
  9. আপনার পছন্দানুযায়ী ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

The Vegetable biriyani

উপকরণ
  1.  পোলাওর চাল ১ কেজি,
  2. গাজর, আলু,
  3. ফুলকপি ৫০০ গ্রাম,
  4. আদা,
  5. রসুনবাটা ৩ টেবিল চামচ,
  6. গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ,
  7. হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
  8. জয়ফল ও ছোট এলাচ গুঁড়া ১ চা চামচ,
  9. কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ,
  10. শুকনো মরিচ গুঁড়া ১/২ চা চামচ
  11. ঘি বা তেল পরিমাণমতো,
  12. লবণ পরিমাণমতো।
প্রণালী
  1. প্রথমে চাল ধুয়ে ঝরিয়ে লবণ ও লেবুর রসে ভিজিয়ে রাখুন আধঘন্টা।
  2. সামান্য তেল গরম করে জাফরান রং ছাড়া সমস্ত মসলা দিয়ে নাড়াচাড়া করুন।
  3. তরকারিগুলো ধুয়ে ছোট ছোট করে সেদ্ধ করে নিন।
  4. তারপর মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
  5. এবার পোলাও রান্না করে তরকারিগুলো মিশিয়ে নিন।
  6. সাথে ঘি ছড়াতে থাকবেন।
  7. গন্ধ, বর্ণ ও স্বাদের জন্য উপর থেকে জাফরান ছড়িয়ে দিন।
  8. ঢাকনা দিয়ে জ্বালে বসিয়ে দিন। কিছুণ পর নামিয়ে ফেলুন।
  9. তৈরি হয়ে গেল সবজি বিরিয়ানি।

পেঁয়াজ ভাত

উপকরণঃ
  1. আতপ চাল – ১ কাপ
  2. ছোটো জাতের পেঁয়াজ – ৪/৫ টা আস্ত
  3. সাদা তেল – ২ চা চামচ
  4. লেবুর রস – ২ চা চামচ
  5. আস্ত সর্ষে – ১/২ চা চামচ
  6. ধনে গুঁড়ো – ১/২ চা চামচ
  7. লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
  8. কাঁচালঙ্কা – ২/৩ টে বড় টুকরো কাটা
  9. হলুদ গুঁড়ো, হিং গুঁড়ো – ১ চিমটে প্রতিটা
  10. ধনেপাতা কুচোনো – অল্প
  11. কারি পাতা – ৮/১০ টা শুকনো
  12. নারকেল – আধখানা
  13. পেষা নুন – স্বাদ মতো    
প্রণালীঃ
  1. পেঁয়াজ ছোট হলে আস্ত রেখে দেবেন। একটু বড় হলে মাঝখানে চিরে নেবেন।
  2. তেল গরম হলে পেঁয়াজ বাদামি রঙ করে ভেজে তুলে রাখুন।
  3. এবারে তেলে সর্ষে, হিং, কারিপাতা ফোঁড়ন দিন।
  4. গুঁড়োমশলা দিয়েই চাল দিন।
  5. ২/৪ মিনিট নাড়াচাড়া করে গরম পানি প্রয়োজন মতো দিয়ে দমে রেখে দিন।
  6. সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে গেলে শুকনো নারকেল বাটা, লেবুর রস, ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে ফেলুন।

Yellow rice

উপকরণঃ
  1. রান্না করা ভাত – ২ কাপ
  2. নারকেল কোরা – ১ টেবিল চামচ
  3. লেবুর রস – ২ চা চামচ
  4. ঘি – ২ চা চামচ
  5. কলাই ডাল – ২ চা চামচ
  6. হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ
  7. সরষে দানা – ১/২ চা চামচ
  8. গুড় – ২ ইঞ্চি পরিমাণ
  9. কারি পাতা – ৮/১০ টা
  10. নুন – আন্দাজমতো
  11. শুকনো লঙ্কা – ২ টো  
প্রণালীঃ
  1. নারকেল কোরার সঙ্গে অর্ধেকটা সরষে, ১টা শুকনো লঙ্কা পানিছাড়া মোটা করে বাটুন।
  2. লেবুর রসে, গুড়, হলুদ আন্দাজমতো নুন মিশিয়ে নিয়ে ভাতের সঙ্গে মেখে নিন।
  3. ঘিয়ে বাকি লঙ্কাটা, সরষে, কারি পাতা, কলাই ডাল ফোঁড়ন দিন।
  4. বাটা মশলা ও ভাত দিন।
  5. সবকিছু ভাল করে মিশিয়ে ৩/৪ মিনিট ঢিমে আঁচে রেখে নামিয়ে নিন।

The Panira biriyani

উপকরণঃ
  1. বাসমতী চাল – ৫০০ গ্রাম
  2. কিসমিস – ৫০ গ্রাম
  3. পনীর – ২০০ গ্রাম (বড় টুকরো করা)
  4. দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ গুঁড়ো – প্রতিটা ১ চা চামচ করে
  5. আদা, রসুন বাটা – ১ চা চামচ প্রতিটা
  6. দই – ১০০ গ্রাম
  7. লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
  8. ঘি – ২০০ গ্রাম চিনি – ১/২ চা চামচ
  9. নুন – আন্দাজমতো     
প্রণালীঃ
  1. চাল ধুয়ে নুন দিয়ে আধসিদ্ধ করে নিন।
  2. দইতে নুন, চিনি, রসুন, আদা বাটা, লঙ্কা গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন।
  3. ঘি গরম হলে দই মেশানো মশলা দিন।
  4. পনীরের টুকরো দিয়ে সামান্য কষে নিন।
  5. এবার ডেকচিতে প্রথমে ভাত সাজান তারপর মশলা সমেত পনীরগুলো দিয়ে দিন ওপরে, আবার ভাত দিন।
  6. ভাতের ওপরে কিসমিস, গরম মশলা, ঘি দিয়ে ডেকচির মুখ ভাল করে বন্ধ করুন।
  7. আধ ঘন্টা দমে রান্না করুন অর্থাত্‌ খুব কম আঁচে কমিয়ে রান্না করুন।
  8. পনীর বিরিয়ানি তৈরি।

The Coconut rice নারকেল ভাত

উপকরণঃ
  1. চাল – ২৫০ গ্রাম
  2. আস্ত সর্ষে – ১/২ চা চামচ
  3. কলাই ডাল – ১ চা চামচ
  4. টুকরো করা লাল শুকনো লঙ্কা – ৪/৫টা
  5. কারিপাতা – ১০/১২টি
  6. কুচোনো পেঁয়াজ – ২টি 
  7. কুচোনো কাঁচালঙ্কা – ৩/৪টি
  8. নারকেল কোরা – ১ কাপ 
  9. নুন – স্বাদ অনুযায়ী   
প্রণালীঃ
  1. ভাত রান্না করে নিন।
  2. একটু শক্ত থাকতে নামিয়ে ফ্যান ঝরিয়ে রাখুন।
  3. তেল গরম হলে, সর্ষে, কলাই ডাল, কারিপাতা, শুকনো লাল লঙ্কা ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নারকেল কোরা দিন।
  4. ২/১ মিনিট রান্না করুন, কিন্তু দেখবেন বাদামি রং যেন না হয়।
  5. এবারে ভাত নুন দিন।
  6. ভাল করে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম।

The Meat Arabic pilau

উপকরণঃ
  1. মাটন বা মুরগি – ৫০০ গ্রাম
  2. কুচানো পেঁয়াজ – ২টি
  3. লাল লঙ্কা – ৫/৬টি
  4. টমেটো সস – ২ টেবল চামচ
  5. ভাজা ধনে, জিরের গুঁড়ো – ২ টেবল চামচ
  6. কাজুবাদাম – ২ টেবল চামচ বাটা
  7. গরম মশলা – ১/২ চা চামচ
  8. আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা – ২ টেবল চামচ
  9. ভাতের জন্য চাল – ২ কাপ 
  10. বিন – ১০০ গ্রাম ছোট ছোট টুকরো করা 
  11. কড়াইশুঁটি – ২০০ গ্রাম 
  12. নারকেলের দুধ – ১-১/২ কাপ 
  13. নুন – স্বাদ অনুযায়ী     
প্রণালীঃ
  1. নুন পানিতে বিন, কড়াইশুঁটি আলাদা আলাদা সিদ্ধ করে নিন।
  2. চাল একটু শক্ত সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিন।
  3. এবারে এই আধসিদ্ধ চালে সিদ্ধ করা সবজি নারকেলের দুধ নুন দিয়ে রান্না করুন।
  4. ঝরঝরে ভাত হবে।  
  5. আদা, রসুন, কাঁচালংকা বাটা, নুন দিয়ে মাংসটা মেখে নিয়ে গরম তেল হলে ভাল করে কষুন।
  6. পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে রাখুন। ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়িয়ে নিন।
  7. দু টেবল চামচ তেল গরম করে মাংসর জন্যে বাটা মশলাটা কষুন।
  8. মাংস ভাজা পেঁয়াজের গুঁড়ো, টোমাটো সস, পানি দিন।
  9. মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেল বেরিয়ে আসবে।
  10. পরিবেশনের সময় ভাত পরিবেশনের পাত্রে রেখে মাংস ভাতের ওপরে ঢেলে দিন।

The Emcorera biriyani

উপকরণঃ
  1. এঁচোড় — ১৫০ গ্রাম
  2. চাল — ১০০ গ্রাম
  3. ঘি — ১০০ গ্রাম অথবা সাদা তেল
  4. তেজপাতা  — ২/৩টি 
  5. ছোট এলাচ — ৪/৫টি 
  6. দারচিনি — ৪/৫টি টুকরো
  7. লবন — ৪/৫টি  
  8. কিসমিস — ১৫/২০টি
  9. কাজুবাদাম — ৮/১০টি
  10. নুন, মিষ্টি – আন্দাজমতন    
প্রণালীঃ
  1. এঁচোড় ছোট টুকরো করে সিদ্ধ করে রাখুন।
  2. ঘি গরম হলে তেজপাতা দিন। এলাচ, দারচিনি,  লবন থেঁতো করে দিন।
  3. চাল দিন।
  4. সামান্য নাড়াচাড়া করে জল দিন।
  5. নুন, মিষ্টি বাদাম, কিসমিস  দিন।
  6. চাল আধসিদ্ধ হয়ে এলে এঁচোড় দিন।
  7. ভাত ঝরঝরে হয়ে গেলে নামান।

The Khusa pilau

উপকরণঃ
  1. বাসমতি চাল – ৫০০ গ্রাম,
  2. মটরশুঁটি (সেদ্ধ) – ৫০ গ্রাম,
  3. তেজপাতা – ৩টি,
  4. ঘি – ৪  চামচ,
  5. সাদা তেল – ২ টেবিল চামচ,
  6. কাজুবাদাম – ১০ গ্রাম,
  7. মাঝারি মাপের পেঁয়াজ (কুচনো) – ২টি, 
  8. কিশমিশ – ১০ গ্রাম,
  9. কুকমী পোলাও মিক্স – ১০ গ্রাম (২ চামচ),
  10. চিনি – ৪ টেবিল চামচ, 
  11. নুন -  প্রয়োজনমতো।     
প্রণালীঃ
  1. চাল সেদ্ধ করে নিন।
  2. পাত্রে তেল দিন।
  3. গরম হলে তেজপাতা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভাজুন।
  4. মটরশুঁটি দিন।
  5. এতে ঘি, কাজুবাদাম, কিশমিশ ও নুন দিন।
  6. ২ চামচ জলে চিনি দিয়ে ঘন করে  জাল দিন।
  7. মিশ্রণটি সেদ্ধ চালের সঙ্গে মেশান।
  8. ওপরে কুকমী পোলাও মিক্স ছড়িয়ে অল্প আঁচে কিচুক্ষণ  রাখুন।
  9. গরম গরম পরিবেশন করুন।

The pineapple ki mujaphaphara

উপকরণঃ
  1. টিনের আনারস – ৩ টুকরো
  2. বাসমতী চাল – এক কাপ
  3. চিনি – ২ কাপ
  4. ছোট এলাচ -  ৫/৬ টা
  5. লবন – ৫/৬ টা
  6. জায়ফল গুঁড়ো – সামান্য
  7. আনারসের এসেন্স – ২/৪ ফোঁটা
  8. ঘি – ১  টেবিল চামচ
  9. বাদাম – ১০/১২ টা
  10. পেস্তা – ১০/১২ টা
  11. কিসমিস – ১৫/২০ টা
  12. জাফরান – সামান্য  
প্রণালীঃ
  1. আনারস ছোট ছোট টুকরো করুন।
  2. বাসমতী চালটা রান্না করার আগে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। 
  3. হাঁড়িতে জল ফুটে উঠলে ভেজানো চালটা দিয়ে দিন।
  4. একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে ফ্যান গালুন।
  5. ২  কাপ চিনিতে ১ কাপ জল দিয়ে চিনির রস করুন। বেশি ঘন করবেন না।
  6. এবারে রসটা আনি থেকে  নামিয়ে ভাতের সঙ্গে মেশান। আনারসের এসেন্স দিন।
  7. জায়ফল গুঁড়ো দিন। আনারসের টুকরোগুলো দিয়ে  দিন।
  8. সবগুলো ভাল করে মিশিয়ে ঢিমে আঁচে বসান।
  9. ভাতটা সুসিদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিসমিস,  পেস্তা, জাফরান, বাদাম, ঘি ধেলে দিন।
  10. আনি থেকে নামিয়ে এবারে ভাতটা ২/৪ মিনিট ঢাকা খুলে  রাখুন।
  11. গরম গরম আনারস কি মুজাফফর পাতে যাওয়ার জন্য এবার তৈরি।

The Beef bhuna hotchpotch

উপকরণঃ
  1. গরুর মাংস ১/২ কেজি
  2. আদা বাটা ১ টেবিল চামচ
  3. পোলাওর চাল ২ কাপ
  4. রসুন বাটা ১ চা চামচ
  5. মুগ ডাল ১/২ কাপ
  6. মসুর ডাল ১/২ কাপ
  7. পেয়াজ বাটা ১ টেবিল চামচ
  8. ধনে বাটা ১ চা চামচ
  9. এলাচ ২ টি
  10. পানি ৬ কাপ
  11. দারুচিনি ২-৩ টি
  12. লং ২-৩ টি
  13. লবণ পরিমাণমতো
প্রণালীঃ
  1. চাল ও ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
  2. মাংসে তেল ছাড়া বাকী সব উপকরণ মাখাতে হবে।
  3. হাড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে দিন।
  4. ভালমতো কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।
  5. মশলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মশলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
  6. পানি শুকিয়ে আসলে কাচা মরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন। হয়ে গেলে সালাদ ও আচার দিয়ে পরিবেশন করুন।

The Hen pilau

উপকরণঃ
  1. মুরগির মাংস – ৫০০ গ্রাম টুকরো করা
  2. জলশূন্য দই – আধ কাপ
  3. রসুন – ৪ কোয়া বাটা
  4. লবন – ৩/৪ টে
  5. আদা বাটা – ১/৪ চা চামচ
  6. দারচিনি – ১ ইঞ্চি মতো টুকরো
  7. কাঁচালঙ্কা – ২/৩ টে কুচোনো
  8. পেঁয়াজ – মাঝারি সাইজের ১ টা কুচোনো
  9. ছোট এলাচ – ৩/৪ টে
  10. জিরে – ১/৪ চা চামচ
  11. টমেটো পিউরি – ১/৪ কাপ
  12. পুদিনা, ধনে পাতা কুচোনো – প্রতিটা ২ টেবিল চামচ
  13. বাসমতী চাল – দেড় কাপ
  14. ঘি – ১ টেবিল চামচ
  15. গরম জল – ১ কাপ
  16. কাজুবাদাম, কিসমিস – আন্দাজমতো
  17. সাদা তেল – ১ টেবিল চামচ
  18. নুন, মিষ্টি – আন্দাজমতো
প্রণালীঃ
  1. তেল গরম হলে পেঁয়াজ ও গোটা গরম মশলা, লঙ্কা কুচি, আস্ত জিরে দিন।
  2. পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে আদা, রসুন বাটা দিন।
  3. একটু নাড়াচাড়া করে টমেটো পিউরি, দই, মুরগি, পুদিনা পাতা দিয়ে ৩/৪ মিনিট কষুন।
  4. আঁচ কমিয়ে রান্না করুন।
  5. মুরগি সিদ্ধ হলে নামান।
  6. মুরগি হবার পরে যে তেলটা বেরোবে সেই তেল থেকে ১ টেবিল চামচ নিয়ে অন্য পাত্রে দিন।
  7. আঁচ কমিয়ে রাখবেন।
  8. তেল গরম হলে চাল দিয়ে রান্না করুন।
  9. চালের গায়ে তেলটা আলাদাভাবে জড়িয়ে গেলে নুন, ঘি, মিষ্টি, ধনে পাতা, গরম জল দিয়ে ঢাকা দিন।
  10. জল শুকিয়ে চাল সিদ্ধ হলে নামিয়ে নিন।
  11. একটা বড় ছড়ানো পাত্রে ভাত রাখুন।
  12. তার ওপরে মুরগি সমানভাবে সাজিয়ে ওপরে কাজু, কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।

The Fenugreek pilau

উপকরণঃ 
  1. বাসমতি চাল – ১/২ কেজি
  2. মেথি পাতা- ২ আঁটি
  3. পেঁয়াজ- ৩-৪টে
  4. টমেটো – ৩-৪টে
  5. আস্ত গরমমশলা – ১/২ চা চামচ
  6. গুঁড়ো গরমমশলা – ১/২ চা চামচ
  7. ধনে গুঁড়ো – ১ চা চামচ
  8. লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
  9. হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
  10. নুন – আন্দাজমতো
  11. সাদা রসুন বাটা – ১ টেবিল চামচ 
প্রণালীঃ
  1. পেঁয়াজ গ্রেট করুন আর টমেটো পেস্ট করে নিন।
  2. প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিন।
  3. তার মধ্যে আস্ত গরমমশলা দিয়ে একটু নেড়ে গ্রেট করে পেঁয়াজ দিয়ে ভেজে নিন।
  4. ভাজার পরে ওর মধ্যে টমেটো পেস্ট আর সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন।
  5. ভাজা হয়ে যাওয়ার পরে কুচানো মেথি পাতা দিয়ে দশ মিনিট ভাল করে ভাজুন।
  6. এর মধ্যে বাসমতি চাল আর ১ লিটার পানি দিয়ে ঢাকা দিয়ে রাখুন।
  7. পানি শুকিয়ে এলে একটু নেড়ে নামিয়ে নিন। পরিবেশন করুন। 

The Rice bicitra

উপকরণঃ
  1. ভালো চাল – যতটা প্রয়োজন হবে
  2. আলু, ফুলকপি, কড়াইশুঁটি – ভাতের আন্দাজে
  3. নুন – আন্দাজমতো
  4. ঘি – পরিমাণমতো
  5. কাঁচালঙ্কা কুচি – ৩/৪ টে
  6. সাদা তেল – ১ টেবিল চামচ
প্রণালীঃ
  1. প্রথমে ভাত ঝরঝরে করে রাঁধুন।
  2. নরম হয়ে যায় না যেন। আলু, ফুলকপি সরুসরু করে কেটে সিদ্ধ করে নিন।
  3. কড়াইশুঁটি সিদ্ধ করে নিন।
  4. তেল গরম হলে আগে সবজি সিদ্ধ দিন একটু নাড়াচাড়া করে ভাত দিন।
  5. নুন ও ঘি দিন।
  6. ভালো করে মিশিয়ে পরিবেশন করুন।

The Hot rice

উপকরণঃ
  1. আতপ চাল – ১ কাপ
  2. মুগ ডাল – ১/২ কাপ
  3. কাজু বাদাম – ৮/১০ টা
  4. ঘি অথবা সাদা তেল – ২ টেবিল চামচ
  5. আদা কুচি – ১ চা চামচ
  6. গোলমরিচ গুঁড়ো – ৮/১০ দানা
  7. জিরা – ১/২ চা চামচ
  8. নুন – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
  1. চাল খোলায় হালকা ভেজে ১/২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন।
  2. ডালও খোলায় হালকা ভেজে নিন। ডাল সিদ্ধ করে নিন।
  3. ৩/৪ অংশ সিদ্ধ হলে পানি থেকে ছেঁকে চালটা দিয়ে আবার সিদ্ধ করুন।
  4. পানি কম হলে আরও পানি দিন।
  5. নুন ও এক চামচ ঘি অথবা সাদা তেল এতে দিন।
  6. আলাদা ঘি অথবা সাদা তেলে সাদা জিরা ফোঁড়ন দিন।
  7. বাদাম হালকা ভেজে নিন। আদা, গোলমরিচ দিয়ে ভাতের ওপরে ঢেলে দিন।
  8. ১০/১৫ মিনিট দমে রেখে, ঘন থকথকে হলে নামিয়ে নিন।
  9. এরসঙ্গে পুদিনা অথবা যে কোনও টক চাটনি খেতে ভালো লাগে।

The Mushroom Rice

উপকরণঃ
  1. মাশরুম – ৫০ গ্রাম টুকরো করা সিদ্ধ করা
  2. মটরশুঁটি – ১/২ কাপ
  3. ভালো চালের ভাত – দেড় কাপ
  4. রসুন থেঁতো করা – ২ কোয়া
  5. পেঁয়াজ কুচোনো – ১ টা
  6. ধনেপাতা কুচোনো – ১ টেবিল চামচ
  7. নুন – আন্দাজমতো
  8. গোলমরিচের গুঁড়ো – ১/৪ চা চামচ
  9. মাখন – ১ টেবিল চামচ  
প্রণালীঃ
  1. মাখন গরম হলে পেঁয়াজ, রসুন দিন।
  2. গরম হয়ে এলে মাশরুম, সিদ্ধ মটর দিন।
  3. ২/১ মিনিট নাড়াচাড়া করে নুন, মরিচ দিন।
  4. ভাত দিয়ে হালকা করে নাড়াচাড়া করুন ২/১ মিনিট।
  5. ধনেপাতা দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন।

মুরগির কোপ্তা ভাত

উপকরণঃ
  1. মুরগির মাংসের কিমা – ২৫০ গ্রাম
  2. আদা বাটা – ১/২ চা চামচ
  3. রসুন বাটা – ১ চা চামচ
  4. সয়াসস – ২ চা চামচ
  5. চিনি – ১ চা চামচ
  6. একটি ডিমের শুধু সাদা অংশ
  7. রান্না করা ভাত – ২ কাপ
  8. নুন, গোলমরিচ – স্বাদ অনুযায়ী  
প্রণালীঃ

আনারস ভাত

উপকরণঃ
  1. আনারস – ১টি (টাটকা পাওয়া না গেলে টিনের আনারস হলেও চলবে)
  2. আনারস কুচনো – ১ কাপ
  3. গাজর – ৬টি মিহি করে কুচোনো
  4. বাঁধাকপি -১/২ কাপ মিহি করে কুচোনো
  5. মটরশুঁটি – ১/২ কাপ
  6. লাল লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ
  7. ভাত – ২ কাপ 
  8. সাদা তেল – ২ বড় চামচ
  9. পেঁয়াজকলি সবুজ অংশ কুচনো – ১ বড় চামচ     
প্রণালীঃ

মাংসের পোলাও

উপকরণঃ
  1. মাংস – ৫০০ গ্রাম
  2. দই – ১/২ কাপ
  3. আদা বাটা – ১ বড় চামচ
  4. পেঁয়াজ বাটা – ৪ বড় চামচ
  5. রসুন বাটা – ৬/৭ কোয়া
  6. কাঁচালঙ্কা কুচি – ২/৩টি
  7. গরম মশলা – ১ চা চামচ
  8. তেজপাতা – ২/৩টি
  9. তেল বা ঘি – ১/২ কাপ
  10. বড় পেঁয়াজ – ১টি কুচানো 
  11. নুন, মিষ্টি – আন্দাজমতো 

নারঙ্গি পোলাও

উপকরণঃ
  • কমলালেবু
  • হলুদ
  • বাসমতি চাল
  • লবঙ্গ
  • দারচিনি
  • এলাচ
  • তেল
  • চিনি
  • নুন
  • গোলমরিচ

ইলিশ পোলাও

উপকরণঃ
  1. চাল – ২৫০ গ্রাম
  2. ইলিশ মাছ – ৮/১০ টুকরো
  3. হলুদ – ১/৪ চা চামচ
  4. লঙ্কা গুঁড়ো – ১/৪ চা চামচ
  5. কালোজিরে – ১/৪ চা চামচ
  6. নুন – আন্দাজমতো
  7. আস্ত শুকনো লঙ্কা – ৩/৪ টে
  8. সরষের তেল – ২ টেবিল চামচ   

    প্রণালীঃ

    চিংড়ি ও আনারসের পোলাও

    উপকরণঃ
    1. বাসমতি চাল – ১ কাপ
    2. চিংড়ি মাছ – ১০/১২টা মাঝারি সাইজের
    3. টিনের আনারস – ৪/৫ টুকরো
    4. লাল শুকনো লঙ্কা — ২টো 
    5. তেজপাতা — দু-একটি
    6. দারচিনি — ২/৪ টুকরো
    7. পেঁয়াজ কলির সবুজ অংশ — ১ বড় চামচ
    8. নুন — স্বাদ অনুযায়ী 
    9. সাদা তেল অথবা ঘি — ১ বড় চামচ  
    প্রণালীঃ

    সবজি পোলাউ

    উপকরণঃ
    1. নতুন আলু ৬টি
    2. দারচিনি (২ সে.মি.) ৩ টুকরা
    3. গাজর (ছোট) ২টি
    4. এলাচ ৪টি
    5. মটরশুঁটি ১ কাপ
    6. লবঙ্গ ৪টি
    7. ফুলকপি (ছোট) ১টি
    8. পেঁয়াজ (বাটা) .২৫ (৪ভাগের ১ভাগ) কাপ
    9. গোলমরিচ (গুঁড়া) ১ চা চা.
    10. রসুন (বাটা) ১ চা চা.
    11. লবণ ১.৫০ (দেড়) টে. চা.

    মোরগ পোলাউ

    উপকরনঃ
    1. পোলাউর চাল ১ কেজি
    2. এলাচ বাটা .৫০ ( অর্ধ ) চা চা.
    3. মোরগ ৪ টি
    4. লবঙ্গ বাটা ৩ টা
    5. ঘি ২.৫০ (আড়াই)কাপ
    6. লবন ২ টে. চা.
    7. পেঁয়াজ, স্লাইস ৪ টি
    8. চিনি ১ টে. চা.
    9. পেঁয়াজ, বাটা ১ কাপ লেবুর রস ২ টে. চা.
    10. আদা বাটা ৪ টে. চা.
    11. দই ১ কাপ
    12. রসুন বাটা ১ টে. চা . দুধ ২ কাপ

    ভুনা খিচুড়ি

    উপকরনঃ
    • মুগ ডাল, ভাজা ১ কাপ
    • তেজপাতা ১ টি
    • পোলাউর চাল ২ কাপ
    • লবঙ্গ ৪ টি
    • ঘি .৫০(অর্ধ) কাপ
    • দারচিনি, ২ সে. মি. ৩ টুকরা
    • আদা (মিহিকুচি) ২ চা চা.

    জাফরানি শরবত



    উপকরণঃ
    • দুধ আধা কেজি,
    • জাফরান আধা চা চামচ,
    • পেস্তা কুচি আধা টেবিল চামচ,
    • আমন্ড বাদাম কুচি আধা টেবিল চামচ,
    • চিনি ৪ টেবিল চামচ,
    • পেস্তা ও আমন্ড বাটা ১ টেবিল চামচ,
    • কিশমিশ আধা টেবিল চামচ,
    • এলাচ গুঁড়া সিকি চা চামচ,
    • গোলাপ পানি আধা চা চামচ।

    প্রণালীঃ